স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক এর রাজনৈতিক চেম্বারে সোমবার সকাল ১১টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় শহীদ জিয়ার বর্নাঢ্য জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি।
আলোচনা সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন,
জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কি, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সম্পাদক খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর,, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ প্রমূখ।।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বর্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।