অধ্যাপক অপু উকিল আপাদমস্তক একজন রাজনীতিবীদ। কবি,লেখক ও সম্পাদক। তথাপি অপু উকিলের মাঝে রয়েছে এক চরম আধ্যাত্মিকতা। তাঁর ভালবাসায় মানুষ,পশু,পাখি সম্মোহিত হয়ে পড়ে। এ যেন অপু উকিলের এক আশ্চর্য ক্ষমতা। প্রকৃতি,পশু,পাখি,মানুষের প্রতি তাঁর প্রেম যেন অনবদ্য। প্রকৃতির সাথে গভীর মিতালি। মানুষের প্রতি ভালবাসা ও সহানুভূতি।
সুশোভিত বৃক্ষ রাজির পরিচর্যায় সিদ্ধহস্ত। পোষা বিড়ালের সাথে রয়েছে তাঁর বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক। গাভী ও বাছুর ছানার প্রতি অগাধ ভালবাসা। পাখির প্রতি মমতা। এ যেন স্রষ্ট্রার সৃষ্টি কূলের প্রতি অধ্যাপক অপু উকিলের এক নির্মোহ প্রেম! ধারণা করা যায়,প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালবাসা অপু উকিলের স্বভাবজাত বৈশিষ্ট্য।
জীবের প্রতি ভালবাসা তাঁর মনে প্রাণে ভিন্ন মাত্রার প্রশান্তি এনে দেয়। তাই নিঃসন্দেহে বলা যায়,প্রকৃতি,মানুষ,পশু-পাখিদের প্রতি ভালোবাসা অধ্যাপক অপু উকিলের উদার মানবিকতার পরিচয়। অপু উকিলের মেধা মননে শৈল্পিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে তার বাস্তবিক কর্মকান্ডে। তিনি হয়তো গভীরভাবে উপলব্ধি করেছেন,সৃষ্টির ভেতর দিয়েই স্রষ্টার প্রকাশ,তাই তাঁর সৃষ্ট জীবকে সেবা করলেই প্রকারান্তরে তাঁকেই সেবা করা হয়।
তাইতো অধ্যাপক অপু উকিলের ভালবাসার বিশালতা অনেকের কল্পনাকেও হার মানায়। ভালবাসার অসীম ক্ষমতা নিয়ে জন্ম নেওয়া অধ্যাপক অপু উকিল তাঁর ভালবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রানে, তাঁর ভালবাসায় সিক্ত হয় অগনিত ভক্তকূল।