ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ।
রবিবার (১৩ নভেম্বর) বিকেল ৩ টায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আগামী ১৫ নভেম্বর-২০২২খ্রি. তারিখে উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস / প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি দপ্তরকে পুরষ্কার প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাজিম উদ্দিন উপজেলা সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি খাইরুল বাশার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মতিউর রহমান কাউসারসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।