অসহনীয় তীব্র গরমে কিছুটা হলেও স্বস্তি মিলছে তালের শাঁসে। সোমবার (২৯মে) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শহীদ হারুন পার্কের সামনে দেখা যায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তালের শাঁস কিনছে। কথা হয় তালের শাঁস ব্যবসায়ী মোঃ আজিজুল হক এর সাথে। তিনি জানান তার বাড়ি ৮নং ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে। ৩০/৩৫ বছর যাবৎ এ ব্যবসা পরিচালনা করে আসছেন।
গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই তাল সংগ্রহ করেন তিনি। বেচা বিক্রিও ভালো, প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার টাকার তালের শাঁস বিক্রি হয় এবং তাতে ১হাজার থেকে ১৫০০টাকা লাভ হয় তার। প্রতিটি তালে তিনটি করে আটি থাকে আকার ভেদে ছোট গুলো ৫টাকা ও বড় গুলো ১০টাকায় বিক্রি হয়। আজিজুল হক আরও বলেন প্রথম প্রথম স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আমার মূল গ্রাহক থাকলেও গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে বয়স্ক পুরুষ, মহিলা রিকশা,ভ্যান,অটোরিকশার চালক সহ সকল শ্রেণী পেশার মানুষ গরমের সাময়িক তৃপ্তি পেতে এই তালের শাঁস খায়। নির্ভেজাল ও বিশুদ্ধ হওয়ায় এখানে দাড়িয়ে খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও নিয়ে যায় অনেকে।