আগামী ৫ জানুয়ারী ২০২২ ইং, দলপা ইউনিয়ন পরিষদের নির্বাচনে,চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে,দলপা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবী,দোয়া ও সমর্থন নিয়ে,-সোমবার বিকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নির্বাচন কমিশন কর্তৃক দেয়া ফরমের সকল তথ্যাদি পরিপূর্ণভাবে পূরণ করে,মোঃ আমিনুর রহমান অলি কেন্দুয়া উপজেলা রিটার্নিং অফিসার জনাব ইউনুস রহমানের নিকট মনোনয়ন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করেছেন।
এ নির্বাচন উপলক্ষে প্রার্থীতা যাচাই-বাছাই হবে ১২ ডিসেম্বর, মার্কা প্রদান করবে ২০ ডিসেম্বর।
এ বিষয়ে আমিনুর রহমান অলি জানান,এলাকাবাসীর দোয়া,সমর্থন-সহযোগিতা ও ভালোবাসারপরশ আমাকে দিলে,আমি আবারো বিজয়ী হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারবো,ইনশাআল্লাহ।