নেত্রকোনার মদন পৌর সদরের বাড়িভাদেরা গ্রাম বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক রাজনের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী(৩৫)।
রোজ শুক্রবার (৫ জানুয়ারি ) থেকে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি। পরকীয়া প্রেমিক রাজন বাড়িভাদেরা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত আছেন।
অনশনরত ওই নারী জানান, রাজনের সঙ্গে চার বছর ধরে তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর পূর্বের স্বামীর বাড়ি থেকে চলে যায় পরকীয়া প্রেমিক রাজনের কর্মস্থলে নোয়াখালী ছাগল নাইয়া।
অবৈধ ভাবে দুমাস ধরে সংসার করা এখনও বিবাহ না করায় তালবাহানা কারণে কোনো উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে অনশন বসেছেন।
অনশনরত নারী বলেন রাজনকে আমি বিবাহ করার জন্য ৫ লক্ষ টাকাও দিয়েছি।
অনশনরত নারী মদন পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর হুক্কু মিয়াসহ আরও অনেকের উপস্থিতিতে অভিযোগ করে বলেন, আমার সংসার ভেঙ্গেছে রাজন, আমার দুই সন্তানের মায়া ত্যাগ করে আমি চলে এসেছি তাকে পাওয়ার জন্য, তাকে ৫ লক্ষ টাকাও দিয়েছি, রাজন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।
এ বিষয়ে পরকীয়া প্রেমিক রাজনের মোবাইল ফোনে একাধিক ফোন দিলে কল রিসিভ না করা তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার জানান, ওই মেয়ের পক্ষে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।