নেত্রকোনা দুর্গাপুরের লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া পাহাড়ে বসবাসকারী ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কুল্লাগড়া ইউনিয়নে এ খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করেন ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসান। ইউএনও সকলকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শুভ্র মানখিন প্রমুখ।