মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পূত্র সারোয়ার হোসেন সোহাগ।
তিনি আজ সোমবার দুপুরে তার ব্যাবসায়িক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে জড়িয়ে গত ১৭ই সেপ্টেম্বর তারিখে “নেত্রকোণা সংবাদ ডট কম” নামে একটি ওয়েব পোর্টালে ” দূর্গাপুর প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ পাথর উত্তোলন ” শির্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটি আমার দৃষ্টি গোজর হয়েছে। প্রকাশিত সংবাদে অবৈধ পাথর উত্তোলনকারী হিসেবে চিহ্নিত করে আমার সংগে কোন কথা না বলে সংবাদে মনগড়া আমার বক্তব্য প্রকাশ করা হয়েছে। আগামী কয়েক মাস পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমার বাবা মোঃ আব্দুল মতিন (মোতালেব) ৭নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি আগামীতেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করবেন। একটি কুচক্রী মহলের প্ররোচনায়
আমাকে ও আমার বাবাকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে , আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক বন্ধুদেরকে যেকোন সংবাদ প্রকাশ করার আগে, ভালো ভাবে যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য জোর দাবি জানাচ্ছি।
এসময় টুনি বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।