সংগঠনের কেন্দ্রিয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহের সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, দিলুয়ারা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায়, গৌরীপুর সমাজসেবা অফিসের কর্মকর্তা ইকবাল হাসান খান, ইউপি মেম্বার বাদল মিয়া, সংগঠনের জেলা শাখার সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সদস্য আব্দুর রশিদ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।