ময়মনসিংহ জেলার গৌরীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। (২২এপ্রিল) শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন গৌরীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দোয়ার আগমুহূর্তে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন আহমেদ এবং পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন কিল্লা বোকাইনগরের ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও পূর্ব দাপুনিয়ার জামে মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম।