ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (৪ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় পূর্ব দাপুনিয়া (দারোগা বাড়ি) মাঠে ধীরেন্দ্র বর্মণ ও নুরু মিয়া স্মৃতি সংগঠন এর নব গঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব যতীন্দ্র চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ এম.এ.হাই, শিল্পকলা একাডেমির সদস্য হারুন উর রশীদ, অভিনেতা মোঃ আকবর আলী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সত্যেন্দ্র দাস, পৌরসভার কাউন্সিলর জিয়া উদ্দিন জিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালেহা খাতুন, রোজিনা আক্তার মিতু, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো নাটক, নাচ, গান, কৌতুক সহ নানা রকম আয়োজন।