
নগরের_দুঃখ_রাত
—————-
এই যে সন্ধ্যা নামে পৃথিবীর বুকে
মায়াবী আঁধার গায়ে মেখে
কেউ কি দেখে
কত সুখে
অভিজাত পাড়ায় তারা জীবন বিক্রি করে।
শহরের ল্যাম্পপোস্ট গুলো জ্বলে ওঠে
নগরের দুঃখ গোছাতে
মাতাল সভ্যতা নগ্নতায় মাতে
পপি,পরিদের সাথে
ধনকুব রাত শেষে কেউ থাকে না পাশে।
তারাগুলো নিভে যায় জোনাকিরা হেরে যায়
শহরের ঝলমল আলোর কাছে
বলো কে আছে
ন্যায় নিয়মের ধারে কাছে
এখনে তো সবি-ই মিছে,শুধুই মিছে।