ময়মনসিংহ জেকার গৌরীপুর উপজেলায় (৩০ জুলাই) শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে গ্লু/গাম/পেস্টিং জাতীয় বস্তু সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ১ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা পৌরসভাধীন গোলকপুর এলাকার মোঃ মোন্তাজ আলী ওরফে রাজা মিয়ার পুত্র মোঃ রানা মিয়া (২০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে পাচশত অর্থদন্ড ও অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম ও তার চৌকশ টীম । তিনি জানান গোলকপুর জনৈক আব্দুল আলীর ঘরে মাদক সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।