বোয়াল মাছের দোপিঁয়াজি
গলদা চিংড়ি ভুনা
পাবদা,গুলশা,বাইম খেয়েছি
চৌধুরী বাড়ির খানা
কোরমা পোলাও গরুর কাড়ি
আরো অনেক তরকারি।
নরংশরের বিল দেখেছি
পথে ধলাই নদী
মনটা আমার উড়াল দিতো
পাখা থাকতো যদি
স্বচ্ছ জলে রাজহংসী
মিঠু বাজায় বাঁশি
গান গেয়েছি সবাই মিলে
শুধু রেজাভাই দোষী।
ফতেপুরের আম্রকানন
সিরাজ স্যারের প্রিয়
মন ভেজাতে ইচ্ছে হলে
তুমিও সেখানে যেও।
রুবেল মামার আতিথিয়তায়
আমরা সবাই মুগ্ধ
চা-কপিতে জমিয়ে আড্ডা
চলে ছবি তুলার যুদ্ধ।