প্রণব রায় রাজু, নেত্রকোণা
“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোণায় র্যালি ও আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১ জুন শনিবার সকাল সাড়ে দশটায় নেত্রকোণা জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, খামারিগণসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, দুগ্ধ খামারি, সাংবাদিকসহ গাভী পালনকারীরা অংশ নেন।নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মতিউর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল বলেন, ‘দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শুধুমাত্র আমাদের জাতীয় পুষ্টি ঘাটতিই পূরণ করে না জাতীয় স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুগ্ধ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আগামীতে সুস্থ সবল জাতি গঠনেও সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের সকলকে দুগ্ধ পান সম্পর্কে সচেতন হতে হবে।’
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে নেত্রকোণা বাউল সমিতির বাউল শিল্পী রুবী সরকার ও তার দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।