নেত্রকোণার আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।
এ উপলক্ষে আটপাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার ৫ (আগস্ট) সকালে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আটপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামের সভাপতিত্বে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি মাল্যদান, এবং ক্ষুদ্র পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু সহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ।
এ ছাড়াও আটপাড়া উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা ।