তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র ও স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা মো. শফিকুল ইসলাম হবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সামছুল হক ছিলেন সদাহাস্যজ্বল একজন সাদা মনের মানুষ। গৌরীপুর তথা আশেপাশের উপজেলায় মোটরসাইকেল জগতে তিনি ছিলেন এক পরিচিত নাম। তার কাজের দক্ষতা ও সততায় তিনি হয়ে উঠেন সকলের প্রিয় সামছু ভাই। তার মৃত্যুতে গৌরীপুরের সকল মোটরসাইকেল পার্সের দোকান, মেকানিক্যাল দোকান বন্ধ রেখে শোক পালন করা হয়।