নেএকোনা খান সাহেব আবদুল আজিজ র্টিচাস ট্রেনিং (বি.এড) কলেজ এর বি.এড র্কোস এর নবীনবরন অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেএকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মতীন্দ্র সরকার এবং প্রধান বক্তা ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ,প্রধান বক্তাদের প্রশিক্ষনার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরে নবীনবরণ অনুষ্ঠানে খান সাহেব আবদুল আজিজ র্টিচাস ট্রেনিং (বি.এড) কলেজ এর অধ্যক্ষ ফাইজুর রহমান খান পাঠান এর সভাপতিতে¦ এবং উক্ত কলেজের ছাএী নাঈমা সুলতানা লিবন এর উপস্থাপনায় নবীনবরন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মুজিববর্ষে ব্যক্তব্যের শুরুতেই বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ১৫ই আগস্ট নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙলি বিশ্বের মুকুটহীন সম্রাট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে, প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন – ‘তাদের ছাএ-ছাএী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করার ভূমিকা রাখার জন্যে সকল প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান,এবং র্কমমুখী শিক্ষার বিস্তার লাভের জন্য অনুপ্রানীত করেন’। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রধান বক্তা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনী তালুকদার। এসময় নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল প্রশিক্ষনার্থী ও আমনিÍ্রত সুধীজন।
আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি,কলেজের অধ্যক্ষ বক্তব্যে বলেন তার কলেজের শতভাগ পাশের নিশ্চয়তা সহ সাফল্যের ২২ তম বর্ষে পর্দাপন। সরকারি বি.এড সনদ প্রদানকারী জেলার একমাত্র কলেজ।এই কলেজ কে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে, সকলকে তার ব্যক্তিগত ও কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে অনূষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।