নেত্রকােণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর উদ্যাগে খালিয়াজুরী উপজলার দুর্গম এলাকায় প্রায় ৫ শতাধিক বানভাসী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
নেত্রকােণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া স্বাক্ষরিত সােমবার সন্ধ্যায় গনমাধ্যম কর্মীদের কাছে প্ররিত প্রেসবিজ্ঞপ্তি মারফত জানান, বিজিবি হেড কাের্য়াটারর নির্দেশে ৩১ বিজিবি’র জােয়ানরা সােমবার দিনব্যাপী খালিয়াজুরী উপজেলার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত চাকুয়া ইউনিয়নের শালদিঘা জি জি উচ বিদ্যালয়ে আশ্রয় কেদ্রে এবং দুর্গম ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন গ্রামে গিয়ে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ডাল, আলু চিড়া, পানির বাতল ও ঔষধ।
ত্রাণ বিতরণ কালে চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।