সদ্য বিদায়ী নেত্রকােণা জেলা পরিষদ চেয়াম্যান প্রশান্ত কুমার রায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল জেলা পরিষদ হলরোমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদ্য বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মােঃ আল-আমীন প্রমুখ।