এ সময় উক্ত মহতি কাজে তার সাথে উপস্তিত ছিলো নেত্রকােণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সােবায়ল আহম্মেদ খান, সাবেক পৌর ছাত্রলীগর যুগ্ম আহবায়ক শফিকুজ্জামান আকন্দ শফিক, সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহ্সানউল্লাহ শামীম, যুবলীগ নেতা শেখ আজিজুর রহমান জাবদসহ অন্যান্য নেতাকর্মীবৃদ।