নেত্রকোণা সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামে মোঃ রহিছ উদ্দিনের গোয়াল ঘরে আগুন লেগে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
গতকাল রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরের মশা তাড়ানোর ধোয়ার আগুন থেকে এর সুত্রপাত হয় বলে জানায় ভুক্তভোগী। পরে প্রায় দেড় ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এ সময় গোয়াল ঘরে থাকা ২ টি গরু, হাঁস-মরগিসহ ৩ টি ঘর পরে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হক তুহিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেক ক্ষয়- ক্ষতি হয়েছে। তার সহযোগিতার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।