নেত্রকোণায় আনসার ও ভিডিপি’র “জেলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নেত্রকোণা পাবলিক হলে আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট, মোঃ গোলাম মৌলাহ্ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জামালপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক নেত্রকোণার ব্যবস্থাপক টিএম আবদুল্লাহ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুস সামাদ সহ জেলা আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দ।
এ সময় কৃতিত্ব পূর্ণ বিশেষ অবদানের জন্য, জেলার আনসার ও ভিডিপি’র ২৫জন সদস্যকে সাইকেল, সেলাই মেশিন ও অন্যান্য মূল্যবান পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।