নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে ‘চেতনার বাতিঘর’ চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, ৭১ এর ঘাতক দালাল নিমুর্ল কমিটি নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব শাহীন উদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা, জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুুর ভাষণ সম্প্রচার, ছড়া ও কবিতা আবৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।