“উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে” নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরে ক্ষুদ্র উদ্যাক্তা সৃষ্টির লক্ষ্যে ৯ দিন ব্যাপি আবাসিক “গরু মোটাতাজাকরণ” বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে যুব প্রশিক্ষন কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে “গরু মোটাতাজাকরণ” বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশীষ নুর। অন্যদের মধ্যে ছিলেন, উপ-পরিচালক বিআরডিপি নেত্রকোণা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণা অরুনাভ দেবনাথ,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তারা।