নেত্রকোণায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যুদ্ধা এবং জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল এর সভাপতিত্বে শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া,বড় বাজার মন্দির প্রাঙ্গনে এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান লিটন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য আরিফ খান জয় এমপি, পূজা উদযাপন পরিষদ নেত্রকোণা জেলার সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিতসহ আরো অনেকে।
পরে আলোচনা সভা শেষে বিশেষ প্রার্থনা করা হয়।