“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন নেত্রকোণা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস.এম মহসিন আলমসহ অন্যরা।