নেত্রকোণায় জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৭ জুন ২০২৩ ইং তারিখে অবৈধ নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নেত্রকোণা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের আয়োজনে কুরপাড় সিএনজি ষ্ট্যান্ড কুরপাড় অফিসে নেত্রকোণা জেলা মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি কার সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন যার রেজিষ্টেশন নং- ময়মনসিংহ ৬২ অবৈধ নির্বাচন বন্ধের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি কার সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল শেখ বিল্লাল, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বিভাস সাহাসহ শ্রমিক নেতারা।