সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ১০২ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করেছে নেত্রকোণায় পৌর আওয়ামীলীগ।
গতকাল সন্ধ্যায় নেত্রকোণা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম খান, নুর খান মিটু, ভজন সরকার, শামসুর রহমান (ভি পি) লিটন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।