“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নেত্রকোণা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শণী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন, মির্জা পারভিন জাহানসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারি ও খামারিবৃন্দরা।
পরে ৩৫জন খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।