নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান অধ্যক্ষ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন, গাইনি চিকিৎসক প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন পরিচালক প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ডাঃ নজরুল ইসলাম ফকির পরিচালক শাহ্ সুলতান (রঃ) ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল নেত্রকোণা, ডাঃ মোঃ মাহবুবুর রহমান শাহীন সহকারী অধ্যাপক চক্ষু বিভাগ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ডাঃ মাহাবুব হক মিঠুসহ আরো অনেকে। পরে ডাক্তাররা ১ হাজারের অধিক পুরুষ ও মহিলা রোগি দেখেন।