নেত্রকোণায় নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ ১৪৩০ উদযাপিত হচ্ছে।
আজ সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরাতন কালেক্টর মাঠে এসে শেষ হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগীত, নৃত্য, আবৃত্তি, রাখি বন্ধন ও আলোচনার মধ্যদিয়ে বর্ষবরণ করেছে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।