নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয় নেত্রকোণায় তিনদিন ব্যাপী ( ০৫-০৭ মার্চ ২০২৩) “খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বারটান নেত্রকোণার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চল প্রধান ড.মোসা. আলতাফ-উন-নাহার এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।
এ সময় দুই গ্রুপে মোট ৬০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , উপজেলা মৎস্য, প্রানী সম্পদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, কৃষান ও কৃষানীগন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। নেত্রকোণা এর সকল কর্মকর্তা,কর্মচারীগণ এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনাচার গঠনের বিভিন্ন বিষয়ে এ প্রশিক্ষণে আলোচনা হয়।