“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস.এম. মহসিন আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা এর সহকারী পরিচালক ওসমান গনীসহ অন্যান্যরা।