নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস সরঞ্জাম আটক করেছে নেত্রকোনা ব্যাটেলিয়ান (৩১) বিজিবি টহলরত একটি দল। গতকাল বৃহস্পতিবার ৫ আগস্ট মধ্য রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় মেনকি ফান্দা এলাকা থেকে ১২৫ পিস ভারতীয় শাড়ি ও ২৫০পিস ভারতীয় জর্জেট থ্রি পিস আরো কিছু সরঞ্জাম সহ আটক করা করেছে বিজিবি ।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ ৩৭ হাজার টাকা প্রায় । নেত্রকোনা ব্যাটেলিয়ান ৩১ বিজিবির অধিনায়ক এস এস এম জাকারিয়া খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপির নায়েব সুবেদার নুর মোহাম্মদ বাদশার নেতৃত্বে ১০ সদস্যের একটি বিজিবির টিম টহলরত ছিল।
এ দিকে জব্দকৃত চোরাচালানি মালামাল সরঞ্জাম সহ কাস্টম অফিসে জমা করা হয়েছে। বিজিবির অধিনায়ক এস এস এম জাকারিয়া খান তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোন ধরনের চোরাচালান কারবারি কে আটক করা যায়নি।