নেত্রকোণায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অভিহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ সোম, উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস.এম. মহসিন আলমসহ জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা।