নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী বাজারে ইউনিয়নের সকল জনগনের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আজিজ খাঁর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আকবর, সুধীসমাজের মো: কালামিয়াসহ আরো অনেকে। এছাড়াও ইউনিয়েনের বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল গনি, তার স্ত্রীসহ এলাকার অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কারনে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক সেবনে আকৃষ্ঠ হচ্ছে। এতে করে এলাকায় মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নষ্ট হচ্ছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।