নেত্রকোণা- ২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি এ দেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে গড়ে তোলার কাজ চলছে। এ জন্যই আজকের ছাত্র সমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি (১৩ মে) শনিবার দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের
দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আজহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, আমতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ, জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া, মাদ্রাসা অধ্যক্ষ আ ফ ম মহিউদ্দিন খান প্রমুখ।
উল্লেখ্য ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স এর মাধ্যমে এই ভবনটি নির্মাণ করে।