“মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ১শ জন ক্ষুদ্রঋণ গ্রহীতার মাঝে ৩০ লাখ টাকা, ৩০ জনকে উপবৃত্তি ২লাখ ৫০হাজার টাকা এবং ৪০জন ক্যান্সার, কিডনী রোগীর মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন সহ সমাজসেবার আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।