“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ”এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় দু’দিনব্যাপী শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ ।
আজ সকালে নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম। মেলায় মাদ্রসা ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০টি স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করে।