“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি”এই প্রতিপাদ্যে নেত্রকোণার আটপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে।
আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলাম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু প্রমুখ।