নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের চানপুর শুনই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মোছা: রোকসানা আক্তার নামে এক নারী আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানা যায়, ১৩ মার্চ, রোকসানা আক্তারের বাড়ির সামনে রাস্তা হতে মাটি কেটে ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করাকে কেন্দ্র করে পরদিন রাত অনুমান ২ ঘটিকার সময় তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে একই গ্রামের মৃত সুদার বাপের ছেলে মো: হেকিম (৪৫) এর হুমুকে আরো ৭/৮ জন তাকে দেশীয় অস্ত্রাদি দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুত্ব আহত করে।
এ সময় ঘটনার সাথে জড়িত মো: আব্দুল কাদির,
আল আমিন, আলমগীর, আমিন, মো: রুবেল, রফিক, দুলাল ও আব্দুল আলীমকে আসামী করে মো: আনোয়ার হোসেন ওরফে জিলহজ্ব বাদী হয়ে ১৪ মার্চ আটপাড়া থানায় মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল মামলার বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।