নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ৪টি নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্ভোধন করা হয়েছে।
আজ সকালে লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর হোসনে আরা প্রাথমিক বিদ্যালয়, কবি চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি অসীম কুমার উকিল (এমপি) এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাগণ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।