নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলার ভঙ্গানিয়া নামক স্থানে হ্যান্ডট্রলি/লড়ি উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালক, জামালপুর সদরের কচুন্দরা গ্রামের ঈমান আলীর ছেলে শাকিল (২৩)।
গত রাত ২.৩০ হতে ভোর ৫ মধ্যবর্তী সময়ে জামালপুর থেকে কাট বোঝাই হ্যান্ডট্রলি কেন্দুয়া থানা এলাকার ভাঙাগানিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে কাঠের নীচে পরে চালক ঘটনা স্থলেই মারা য়ায়।
ভোরে, এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় কাঠের নীছ থেকে থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজি শাহনেওয়াজ জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।