আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু স্ব্যাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলার কমলপুর আয়েশালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুল মতিন।
কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভঁইয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান রতন,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর আহমদ,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, স্ব্যাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান কবীর সাজু,সাবেক যুবলীগ নেতা মানিক মিয়া, নেত্রকোনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ,আশুজ্জিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ খান,আটপাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া সহ অন্যরা।
ইফতার ও দোয়া মাহফিলে সহ সকল ধর্মপ্রাণ মুসলমান,আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্ব্যাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, আওয়ামীলীগ সরকারের উত্তরোত্তর সমৃদ্ধি,দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।