নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার ২নং চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে সাহাপাড়া শ্রী শ্রী তারকব্রহ্ম হরিণাম মহাযজ্ঞ ৩২ প্রহর ব্যাপী কীর্তন অনুষ্ঠিত হবে।
আগামী (২৫ ফেব্রুয়ারী ) শনিবার শুভ অধিবাস ও মঙ্গল-ঘট স্থাপন,(২৬ফেব্রুয়ারী) রবিবার হইতে বুধবার পর্যন্ত ৩২ প্রহর ব্যাপী শ্রী শী তারকব্রহ্ম হরিণাম সংকীর্ত্তণ মহাযজ্ঞানুষ্ঠাণ মহা-প্রভুর ভোগরাগ ও মহা-প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
দীর্ঘ বছর পেরিয়ে (৬৯ তম) বর্ষে এই মহা সংকীর্ত্তণ মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে চাকুয়া সাহাপাড়া হরিমন্দির প্রাঙ্গনে। মানিক রায় এর সভাপতিত্বে এবং বাবুল রায় এর সম্পাদনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে বিশেষ পরিবেশনায় থাকবে দেব-দেবী সম্প্রদায়,কৃষ্ণ-সারথী সম্প্রদায়, মা-ভব তারিণী সম্প্রদায় কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, গৃহ-লক্ষী সম্প্রদায়,অর্চনা সম্প্রদায়।উক্ত অনুষ্ঠানে সবান্ধব উপস্তিতি একান্তই কাম্য!