পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজনে স্থানীয় সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় সুরক্ষায়,করনীয় শীর্ষক মতবাদ নিময় সভা খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে এফজিডি পরিবেশ বিপর্যয় ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় আবুল কালাম এর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান জনাব আবু হাকিম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এফজিডি সভায় মতবিনিময় করেন, মোঃ রুখন উদ্দিন, আহসান চৌধুরী, শাহ মোঃ জুনায়েদ,সাদিকুর রহমান, কায়সার রহমান সুবন, মনি আক্তার, বেলার বিভাগীয় সম্নয়কারী গৌতম চন্দ্র চন্দও কাওসার আলম খান সার্বিক সহযোগিতা করেন।