নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান দাঙ্গাবাজ, মামলার আসামী মোঃ নাসির উদ্দিন রানাকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ০৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী এড্ভোকেট আব্দুর রহমান মাস্টার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাসির উদ্দিন রানা আওয়ামীলীগের কেউ নয়। গত ২৫ মে ২০২৩ ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে মোটা অংকের অর্থের বিনিময়ে ভোট কিনে এবং ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে সুকৌশলে বিজয়ী হয়েছে। নির্বাচনের দিন সন্ত্রাসী রানা তার গুন্ডা বাহিনী ও জামায়াত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বালী মহিষাটী কেন্দ্রে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। বর্তমানে আহতরা ঢাকাসহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় আওয়ামী যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জহিরুল হাসান আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শাকিল হাসান বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে তিনি দাঙ্গাবাজ, মামলার আসামী নাসির উদ্দিন রানাকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
পরে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্তমান চেয়াম্যান সন্ত্রাসী মোঃ নাসির উদ্দিন রানাকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে নেত্রকোণা-ঈশ^রগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে সন্ত্রাসী চেয়ারম্যান রানাকে অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লাল মিয়া, সাবেক চেয়াম্যান আবুল কালাম, ডাঃ বজলুর রহমান, প্রভাষক সোহেল রানা, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক টিটু মিয়া, সাবেক যুবলীগ নেতা মোস্তাক আহম্মদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।