জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার দুপুরে পূর্বধলা হেলিপ্যাড মাঠে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনদিন বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর জন্যই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিছু কুলাঙ্গার তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশকে অন্ধকার গহবরে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি, বঙ্গবন্ধুর আদর্শকে কোন অবস্থাতেই ধ্বংস করা সম্ভব নয়। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে আমরা বহুদূর এগিয়ে গেছি।