জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসন ঝটিকা অভিযান চালিয়ে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দসহ একজনকে আটক করেছে।
পূর্বধলা উপজেলা প্রশাসন ও এন এস আই সূত্রে জানা যায়, নেত্রকোনা এন এস আই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পাট বাজার এলাকার মেসার্স বাবু তীর্ত কনস্ট্রাকশনের মালিক শ্রী বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ টাকা। জব্দকৃত চিনির বস্তাগুলো পূর্বধলা থানায় হস্তান্তর করা রয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকায় প্রতিষ্ঠানটির মালিক শ্রী বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।